যুক্তরাষ্ট্রকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১২:৫১ এএম
শেয়ার করুন:  
যুক্তরাষ্ট্রকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয় পেয়েছিলো ইংল্যান্ড। কিন্তু পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে জয়ের সম্ভাবনা জাগিয়েও পরাজিত হয় তারা। ফলে, সেমিফাইনাল নিশ্চিত করতে কঠিন সমীকরণের সামনে পড়ে ইংল্যান্ড।

সেমি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয়ের বিকল্প ছিলো না ইংল্যান্ডের সামনে।  সেই লক্ষ্যে দাপট দেখিয়ে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। রোববার (২৩ জুন) সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। জবাবে ৬২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে ইংলিশরা। বড় এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে ইংল্যান্ড। তাতেই নিশ্চিত হয়ে যায় তাদের সেমিফাইনাল।

যুক্তরাষ্ট্রের দেয়া ১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তে ৬০ রান তোলে ইংল্যান্ড। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন বাটলার। হারমিত সিংয়ের করা নবম ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে ৩২ রান তোলেন তিনি। তাতে তার রান ৩৬ বলে হয়ে যায় ৭৮। আর ইংল্যান্ডের রান হয়ে যায় ৯ ওভারে ১১০। দশম ওভারে চার বলে ৭ রান নিয়ে ৯.৪ ওভারেই দলের জয় নিশ্চিত করেন।

৩৮ বলে ৬টি চার ও ৭ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন বাটলার। তার সঙ্গে ২১ বলে ২ চারে ২৫ রানে অপরাজিত থাকেন ফিল সল্ট। হারমিত মাত্র ২ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

এর আগে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১১৫ রানে অলআউট করে দেয় ইংল্যান্ড। ১৯তম ওভারে হ্যাটট্রিক করেছেন ক্রিস জর্ডান। চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক এটি।