বেতন না দেওয়ার প্রসঙ্গে চিটাগং স্বত্বাধিকারী ‘আমার টাকা তো গাছে ধরে না’
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক না দেওয়ার ইস্যু ক্রমশঃ প্রকট হয়ে উঠছে। প্রথমে বকেয়া বেতন ইস্যুতে দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা অনুশীলন বর্জন করেছিলেন। পরবর্তীতে বিসিবির হস্তক্ষেপে সে সমস্যার কিছুটা সমাধান হয়েছে।
এরপর বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে চিটাগং কিংসের বিপক্ষে। গত ২৩ জানুয়ারি ডেইলি সানের এক প্রতিবেদনে জানানো হয়, চেক বাউন্স হওয়ায় কিছু ক্রিকেটার বিসিবির সাহায্য চেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার সংবাদমাধ্যমের কাছে এ অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু ডেইলি স্টারের সঙ্গে কথোপকথনে বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমনকে টাকা না দেওয়ার কথা স্বীকার করেছেন দলটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী।
গতকাল শুক্রবার কয়েকটি গণমাধ্যমে ইমন টাকা পাননি বলে খবর বের হয়। টাকা না পেয়ে জাতীয় দলের এই ওপেনার কিংসের ক্যাম্প ছেড়ে গেছেন বলেও তথ্য জানা যায়। এই ব্যাপারে সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারকে সামির কাদের বলেছেন, ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। ব্যক্তিগত কিছু কারণে করিনি। আমার টাকা তো গাছে ধরে না, আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে। এটাই… কিছু ব্যক্তিগত এবং ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব। ’
অর্থ না দেওয়ার প্রসঙ্গে তিনি চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা ওপেনারের পারফরম্যান্সের কথা বলেছেন, ‘সে তো রান করতে পারেনি, দুই ম্যাচ ধরে বেঞ্চে বসে ছিল।’ বিপিএলে ৭ ম্যাচে ১২৫.৬০ এর স্ট্রাইক রেটে মাত্র ১০৩ রান করেছেন ইমন। যদিও বিপিএলের নিয়মে খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে পারিশ্রমিকের কোনো সম্পর্ক নাই।
বেতন দেবেন কিনা সে প্রসঙ্গে সামির বলেন, ‘অবশ্যই, টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না। তবে আমি সন্তুষ্ট হলেই।’ এদিকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হলেও দলের সঙ্গে ইমন ঢাকায় ফেরেননি বলে জানা গেছে।
এবারের বিপিএলে ভালো কিছু দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। বলা হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের ৫০% বেতন দিয়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, টুর্নামেন্ট চলাকালে ২৫% এবং শেষে বাকি ২৫%।
তবে এই নিয়ম মানছে না অনেক দলই। চিটাগং কিংসের শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোও টাকা পাননি বলে অভিযোগ করেছিলেন, যদিও এই ক্রিকেটারকে ৭০ শতাংশ টাকা দেওয়া হয়েছে বলে সামির জানিয়েছেন।