জুনিয়র এএইচএফ কাপে চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত: ২৩ জুন ২০২৪, ০৭:৩২ পিএম
শেয়ার করুন:  
জুনিয়র এএইচএফ কাপে চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মুকুট ধরে রাখার লড়াইয়ে দুর্বার গতিতে ছুটে চলা বাংলাদেশকে আটকাতে পারল না চীন। ফাইনালে সহজেই জিতে জুনিয়র এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।

সিঙ্গাপুরে হওয়া এই প্রতিযোগিতায় রোববার চীনকে ৪-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দলের জয়ে মোহাম্মদ হাসান করেন জোড়া গোল, অন্য দুই গোলদাতা আমিরুল ইসলাম ও মোহাম্মদ জয়।

পুল-এ’র চার ম্যাচের সবগুলোতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছিল বাংলাদেশ। তারা আসর শুরু করেছিল স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে।

এরপর গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৫-০, থাইল্যান্ডকে ৪-২ এবং ইন্দোনেশিয়াকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। সেমি-ফাইনালে চাইনিজ তাইপকে ৫-১ ব্যবধানে হারায় যুবারা।

শিরোপা লড়াইয়ে পাঁচ মিনিটে তিন গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। ২২তম মিনিটের পর ২৭তম মিনিটে আরেকটি ফিল্ড গোল করেন হাসান। মাঝে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভে করেন।

এরপরই ঘুরে দাঁড়ায় চীন। ৩৩ ও ৪১তম মিনিটে দুই গোল শোধ করে জমিয়ে তোলে ম্যাচ। তবে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা বাংলাদেশকে আটকাতে পারেনি তারা। ৫৩তম মিনিটে জয়ের ফিল্ড গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

একই দিন মেয়েদের বিভাগে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৭-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শেষ করল মেয়েরা।