শ্রীমঙ্গল পাওনা টাকা ফেরৎ চাইতে গিয়ে মায়ের হাতে মেয়ে নির্যাতিত

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম
শেয়ার করুন:  
শ্রীমঙ্গল পাওনা টাকা ফেরৎ চাইতে গিয়ে মায়ের হাতে মেয়ে নির্যাতিত

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি:  শ্রীমঙ্গল পাওনা টাকা ফেরৎ চাইতে গিয়ে মায়ের হাতে মেয়ে রহিমা বেগম ও ননদ জাসফিন বেগম নির্যাতন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে শ্রীমঙ্গল থানায় ননদ জাসফিন বেগম বাদী হয়ে ভিকটিম রহিমা বেগম মা সুমি বেগম (৩৫) ও পিতা আতিক মিয়াকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। 


মামলার অভিযোগে জানাযায়, দুর সম্পর্কীয় আত্মীয় হওয়ায় গত ৪ মাস পূর্বে সুমি বেগম ও স্বামী- আতিক মিয়াকে তাহাদের পারিবারিক সমস্যার কারনে পঁচিশ (২৫,০০০) হাজার টাকা স্বর্ণালংকার বন্ধক দিয়ে কর্জ দেন। পরবর্তীতে টাকা দেওয়ার নিদিষ্ট তারিখে টাকা ফেরত না দিয়া টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে পনের হাজার টাকা ফেরত দেয়। 


(২৯ সেপ্টেম্বর) সময়ে টাকার বিশেষ প্রয়োজনে  সুমি বেগমের বাড়িতে গিয়ে টাকা চাইলে। অকথ্য ভাষায় গালি-গালাজ করে এলোপাথাড়ি ভাবে মারধর করে। সুমি বেগম কামড় দিয়ে  জাসফিন বেগম ও রহিমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


ভিকটিম রহিমা বেগমের স্বামী কিনাম উদ্দিন বলেন, আমার শ্বাশুরি আমাকে দিয়েও ২ টি ব্যাংক থেকে ক্ষুদ্র ঋন তোলে পরে টাকা পরিশোধ করেননি। এখন আমার বোনের সোনা বন্ধক দিয়ে টাকা নিয়ে পরিশোধ না করে টাকা ফেরৎ চাইতে গিয়ে মারধোরের শিকার হয়েছে। এটার আইনি বিচার হওয়া প্রয়োজন।


এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামকে অভিযোগের বিষয় জানতে চাইলে বলেন, মা মেযেকে মেরেছে! মা তো মেয়েকে মারবে। মেয়েটি অন্যের স্ত্রী বলার পর বলেন, অভিযোগে বিষয় আমি খোঁজ নিচ্ছি।