রাজনগরে ৫ সন্তানের জননী মুমুর্ষ অবস্থায় উদ্ধার

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১০:৪৩ পিএম
শেয়ার করুন:  
রাজনগরে ৫ সন্তানের জননী  মুমুর্ষ অবস্থায় উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগর উপজেলার ৪নং পাঁচগাও ইউনিয়নের ধুলিজুরা গ্রামে স্বামীর বাড়ীতে যৌতুকের জন্য ৫ সন্তানের জননী জায়দা বেগম (৩০)-কে দীর্ঘদিন যাবৎ শারিরিক ও মানষিক নির্যাতনের অভিযোগে উঠেছে স্বামী ইয়াছিন মিয়া (৪০), তার ভাই ইসমাইল মিয়া (৪৫), জামাল মিয়া (৫০)গংদের বিরুদ্ধে।

রাজনগর থানায় ভুক্তভোগীর বড় বোন খালেদা বেগম এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ও মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালতে দায়েরী ফৌজদারী কার্যবিধি আইনের ১০০ ধারায় বুধবার ৩১ জুলাই রাজনগর থানার পুলিশ উক্ত ৫ সন্তানের জননী জায়দা বেগম (৩০)-কে তার স্বামীর বাড়ী থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে ভর্তি করানো হয়।

এখন পর্যন্ত নির্যাতনের শিকার জায়দা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন ও তার ৫ সন্তান সাথে রয়েছেন। ভুক্তভোগী নারী, তার ৫ সন্তান ও অভিযোগকারী ঘটনার বিবরণে জানান- ভিকটিম দাম্পত্য জীবন অতিবাহিত করিয়া আসা অবস্থায় স্বামী ইয়াছিন মিয়া তাকে প্রায় সময় যৌতুকের জন্য শারিরিক ও মানষিক নির্যাতন করতেন। সর্বশেষ তার পিত্রালয় থেকে টাকা আনতে চাপ প্রয়োগ করলে তিনি টাকা আনতে অপারগতা প্রকাশ করেন। এর পর থেকে তাকে ঘরের ভিতর আটক, মারধর ও খারাপ আচরণ করতে থাকেন।