বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম
শেয়ার করুন:  
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জামালপুরের দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের বগি লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটের দিকে ত্রিশালের ধলা রেলওয়ে স্টেশন অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ থেকে আসছে। কাজ শুরু হলে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।