পাংশার কসবামাজাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৬:৫৮ পিএম
শেয়ার করুন:  
পাংশার কসবামাজাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার কসবামাজাইল আলহাজ্ব আমজাদ হোসেন কলেজ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


কসবামাজাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদুল আলম জন মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: হারুন-অর রশীদ।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সামসুল আলম আকুল, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো: লুৎফর রহমান খান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী খান ও পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শরিফ-উল ইসলাম মিষ্টি। 


এসময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম