নগরীর মার্কেটগুলোতে বেচাকেনার ধুম, বাড়তি দামে ক্রেতাদের অসন্তোষ
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৬:৫২ পিএম

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি: ইফতারের পর থেকেই জমজমাট হয়ে উঠছে নগরীর টেরিবাজার, নিউমার্কেট, তামাকুমণ্ডি লেইন, আফমি প্লাজা, সেন্ট্রাল প্লাজা, মিমি সুপার মার্কেটসহ ছোট-বড় সব মার্কেট। ক্রেতাদের ভিড়ে মুখরিত দোকানগুলোতে চলছে পোশাকসহ বিভিন্ন পণ্যের বেচাকেনা। বিক্রেতারা জানান, আশানুরূপ বিক্রি হচ্ছে এবং বিক্রির পরিমাণ দিন দিন বাড়ছে।
তবে পণ্যের দাম বেশি হওয়ায় কিছু ক্রেতার মধ্যে অসন্তোষও দেখা যাচ্ছে। টেরিবাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী হাফসা বলেন, “বাচ্চার জন্য গেঞ্জি ও পাঞ্জাবি কিনতে এসেছি। কিন্তু দামের কারণে সবকিছু কেনা সম্ভব হচ্ছে না। গত বছরের তুলনায় এবার দাম বেশি।”
বিক্রেতারা দাবি করছেন, পোশাকের আমদানি খরচ ও ব্যবসার পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেশি। তবে তারা ন্যূনতম লাভে পণ্য বিক্রি করার চেষ্টা করছেন।
বিশেষ করে তরুণদের মধ্যে পাঞ্জাবির চাহিদা বেশি। আফমি প্লাজা ও সেন্ট্রাল প্লাজার বিভিন্ন শো রুমে ছাড়মূল্যে পাঞ্জাবি বিক্রি হচ্ছে। বিক্রেতাদের মতে, তরুণদের প্রথম পছন্দের তালিকায় পাঞ্জাবি থাকায় বিক্রিও বেশি হচ্ছে।
হকার্স মার্কেটের ব্যবসায়ী আকবর জানান, “কম দামে ভালো পণ্য পাওয়া যায় বলে ক্রেতারা এখানে বেশি আসছেন। তবে দাম বাড়ার কারণে কিছুটা সমস্যা হচ্ছে।”
তামাকুমণ্ডি লেইনের শাকিল বলেন, “এখানে ভোররাত পর্যন্ত বেচাকেনা চলছে। ভিড় ভালো হলেও কিছু ক্রেতা দামের কারণে অভিযোগ করছেন।”
বিক্রেতারা মনে করছেন, শেষ মুহূর্তে বেচাকেনা আরও বাড়বে। তবে দাম বাড়ার কারণে ক্রেতাদের মাঝে যে অসন্তোষ রয়েছে, সেটিও লক্ষণীয়।