রোহিঙ্গাদের ফেরাতে ওআইসির জোরালো পদক্ষেপ চাইল বাংলাদেশ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ পিএম
শেয়ার করুন:  
রোহিঙ্গাদের ফেরাতে ওআইসির জোরালো পদক্ষেপ চাইল বাংলাদেশ

গণহত্যা ও নির্যাতনের মুখে কক্সবাজারে এসে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা নাগরিক এখন বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে এবার মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংস্থা ওআইসির জোরালো পদক্ষেপ কামনা করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে আয়োজিত রোহিঙ্গা সংকট বিষয়ে ওআইসি কন্টাক্ট গ্রুপের সভায় প্রদত্ত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এই আহ্বান জানান।

ড. মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর ছয় বছর ধরে যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে তা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ মানবিক কারণে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের নিজ দেশে প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি, জনসংখ্যা এবং পরিবেশের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে।