বান্দরবানে পর্যটন দিবস উদযাপন, হোটেলে 4০ শতাংশ ছাড়
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৯ এএম
সূত্রঃ Collected
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নানা আয়োজনে বান্দরবানে বিশ্বপর্যটন দিবস উদযাপন করা হয়েছে। হোটেল-মোটেলগুলোতে দেওয়া হয়েছে বিশেষ ছাড়।
বুধবার (২৭সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলাপরিষদের উদ্যােগে সকাল ৯টায় জেলাপ্রশাসক কার্যালয়ের চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।
বান্দরবানে ১১টি জাতি স্বত্ত্বার লোকজনসহ পাহাড়ি-বাঙালি নিজস্ব পোষাক পরিচ্ছদ পরিধান করে ব্যান্ডপার্টির বাদ্য বাজনার তালে তালে জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙবন্ধু মুক্তমঞ্চে এসে র্যালি শেষ করা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুললাহ আলমামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন রায়হান কাজেমী, জেলা পরিষদ সদস্য সিং ইয়ং খুমী, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং মারমা, প্রশাসনিক কর্মকর্তা উচি মং মারমাসহ,বান্দরবানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের লোকজন, সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা এই র্যলীতে অংশগ্রহণ করেন।