পটুয়াখালীতে শিশুকে হত্যা করে লবণ দিয়ে মাটি চাপা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ এএম
শেয়ার করুন:  
পটুয়াখালীতে শিশুকে হত্যা করে লবণ দিয়ে মাটি চাপা

পটুয়াখালীর আউলিয়াপুরে বসতবাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র চুরি এবং ওই বাড়ির এক শিশুকে নিয়ে হত্যা করে লবণ দিয়ে মাটি চাপা দেয়ার রহস্য উদঘাটন করেন পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে শিশু রাতুলের (১০) মরদেহ এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছোট আউলিয়াপুরের মফেজ মাতুব্বরের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫) ও জৈনকাঠী ইউনিয়নের এনছান হাওলাদারের ছেলে মো. হানিফ হাওলাদার (৪১)।

পুলিশ সুপার বলেন, গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে ছোট আউলিয়াপুরের বাসিন্দা ও ডেকোরেটর সাউন্ড ব্যবসায়ী মো. গোলাম রহমান লিটনের ছেলে রাতুলকে সাইকেল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার (রাতুল) পরিবারের সকলকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাওয়াতে রাজি করায় আসামিরা। রাতুলও আসামিদের দেওয়া পরিকল্পনা অনুযায়ী তার পরিবারকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। পরে আসামিরা রাতুলের সহযোগিতায় তার বসতঘর ও বসতঘর সংলগ্ন ডেকোরেটরের দোকানে থাকা মালামাল চুরি করে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী নির্মূল করতে অপহরণের পর রাতুলকে হত্যা করে আসামিরা।