"অপারেশন ডেভিল হান্টে" মাগুরায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম

এম এ রইচ, মাগুরা প্রতিনিধি: সোমবার ১০ ফেব্রুয়ারি গভীর রাতে মাগুরা সদরের অপারেশন ডেভিল হান্টের অভিযানে কুচিয়ামোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. হাসিবুল ইসলাম ওরফে জুয়েল (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা বর্তমান সরকার ৮ ফেব্রুয়ারি ২০২৫ সাল থেকে শুরু করে। এই অভিযানের মূল উদ্দেশ্য দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা। প্রথম দিনে থেকেই যৌথবাহিনীর সদস্যদের কড়াকড়ি দেখা গেছে মাগুরায়। তবে এ জেলা থেকে এই অভিযানে এই প্রথম গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আইয়ুব আলী বলেন, কুচিয়ামোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. হাসিবুল ইসলাম ওরফে জুয়েল তদন্ত প্রাপ্ত আসামি। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা,বিপিএম বলেন,ডেভিল হান্ট অভিযানে অব্যাহত রয়েছে। প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে গত রাতে ১ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান।