দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ৩ চলচ্চিত্র উৎসবে ‘দাঁড়কাক’
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১২:২২ পিএম

বিনোদন ডেস্ক: প্রতিবছরই বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেয় বাংলাদেশের চলচ্চিত্র। এবার সে তালিকায় অংশ নিয়েছে জায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। তরুণ এই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ভারতের তিনটি সিনে উৎসবে। নির্মাতা নিজেই
জায়েদ সিদ্দিকী জানান, ‘দাঁড়কাক’ আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে স্বল্পদৈর্ঘ্যটি প্রদর্শন হবে। জায়েদ সিদ্দিকী জানান, ‘দাঁড়কাক’ প্রথমে অস্ট্রেলিয়ার পঞ্চদশ ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে’ দেখানো হবে। এই উৎসবটি চলবে আগামী ১৫ থেকে ৩০ অগাস্ট। ওই উৎসবে দেশ-বিদেশের ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে ‘দাঁড়কাক’ নির্বাচিত হয়েছে।
এরপর ‘দাঁড়কাক’ যাচ্ছে ভারতে। প্রতিবেশী দেশটির ‘শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র’ উৎসব চলবে ১৬ থেকে ১৮ অগাস্ট। সেখানেও প্রদর্শনী হবে ‘দাঁড়কাক’। এছাড়াও ওয়াশিংটন ডিসিতে ‘ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে’ চলচ্চিত্রটি স্বল্পদৈর্ঘ্য জুরি এবং অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এই উৎসব চলবে সেপ্টেম্বরের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত। এর পরদিন ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘এভেন্টিনে’ সিনেমাটি দেখানো হবে।
নির্মাতা জানান, প্রখ্যাত লেখক শহিদুল জহিরের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে এ স্বল্পদৈর্ঘ্যটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন তিনি নিজেই। এর প্রধান চরিত্র তোরাব শেখের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জয়ন্ত চট্ট্যোপাধ্যায়। পাশাপাশি অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা ও এবিএম সাঈদুল হক। এ ছাড়া অভিষেক হয়েছে জেরিন আক্তার শিমুল এবং আখলাকুজ্জামান খানের।
‘দাঁড়কাক’ চলতি বছরে সাতটি দেশের নয়টি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্দিকী। এগুলোর মধ্যে আছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব, বার্লিনের দ্বাদশ ইন্দো-জার্মান ফিল্ম উইক, কলকাতার সপ্তম দক্ষিণ এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এবং ভারতের রাউন্ড দ্য ফ্রেম ফিল্ম কম্পিটিশন।