তালেবানের সঙ্গে রাশিয়ার বৈঠক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ এএম

সূত্রঃ ছবি: তাস/দ্য মস্কো টাইমস
নিউজ ডেস্ক:
আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এবং এই অঞ্চলে একটি প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে তালেবানের সঙ্গে বৈঠক করেছে রাশিয়া। শুক্রবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে রাশিয়ায় দুই পক্ষের আলোচনা অনুষ্ঠিত হয়।
২০২১ সালের আগস্টে কাবুল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে তালেবান প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জারি রেখেছে চীন ও রাশিয়া। বিভিন্ন বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনা করে আসছে তারা।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কাজান শহরে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণকারী তালেবান নেতাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, 'আমরা আফগানিস্তানের সাথে বহুমুখী যোগাযোগের বিকাশ অব্যাহত রাখব।'
তালেবান ক্ষমতা গ্রহণের পর পশ্চিমা বিশ্ব তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এছাড়া শরিয়া আইনপ্রয়োগ ও নারীদের শিক্ষা সীমিত করেছে তালেবান। এটি নিয়েও সরব হয়েছে পশ্চিমারা।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ব্যর্থতা বলে উল্লেখ করেন ল্যাভরভ। তিনি আশা করেন যে, পশ্চিমারা কখনই আফগানিস্তান বা তার প্রতিবেশীদের কাছে ফিরে আসবে না।
ল্যাভরভ বলেন, 'আমরা আফগানিস্তান এবং এর প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূখণ্ডে মার্কিন এবং ন্যাটো সামরিক অবকাঠামো প্রত্যাবর্তনকে অগ্রহণযোগ্য বলে মনে করি।'
কাওসার/বিডিমেইল