ইউক্রেন যুদ্ধে যাচ্ছে ওয়াগনার গ্রুপ! দায়িত্বে ট্রোশেভ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
শেয়ার করুন:  
ইউক্রেন যুদ্ধে যাচ্ছে ওয়াগনার গ্রুপ! দায়িত্বে ট্রোশেভ

সূত্রঃ আন্দ্রেই ট্রোশেভ (ফাইল ফটো)। ছবি: বিবিসি, রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে স্বেচ্ছাসেবক যোদ্ধা ইউনিটের তদারকি করার জন্য প্রয়াত ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের সাবেক সহযোগী আন্দ্রেই ট্রোশেভকে দায়িত্ব দিয়েছেন। এভাবে আবারও যুদ্ধের ময়দানে ফিরছে এ ভাড়াটে যোদ্ধাদের সংগঠন। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক গোয়েন্দা তথ্যে জানিয়েছে, ওয়াগনার সংশ্লিষ্ট কয়েক শ’ সেনাকে পুনরায় ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।

ব্রিটিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এসব সেনা ওয়াগনারের অধীনে না এসে ছোট ছোট দলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটে যোগ দিচ্ছে। আর তাদের বিধ্বস্ত বাখমুত শহরে মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ সেখানে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে তাদের।

আরও পড়ুন: ইউক্রেনের ৩ অঞ্চলে রুশ ড্রোন হামলা

এদিকে ওয়াগনারের সাবেক সেনারা যখন যুদ্ধের ময়দানে ফিরে আসছে ঠিক তখনই বাহিনীটির প্রয়াত সাবেক প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের সহযোগী আন্দ্রেই ট্রোশেভকে ইউক্রেন যুদ্ধে ‘স্বেচ্ছাসেবী সেনাদের’ দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যে আন্দ্রেই ট্রোশেভকে বলেন, ‘সর্বশেষ বৈঠকে আমরা আপনার সঙ্গে স্বেচ্ছাসেবী ইউনিট গঠনের ব্যাপারে কথা বলেছিলাম। যে ইউনিট বিশেষ সামরিক অভিযানে দ্রুত এবং তীক্ষ্ণতার সঙ্গে আরোপিত দায়িত্ব পালন করতে পারবে।’

বৈঠকটিতে উপস্থিত ছিলেন উপপ্রতিরক্ষামন্ত্রী ইউনুস-বেক ইয়েভকুরেভ। এতে বোঝা গেছে ওয়াগনারের সাবেক সেনাদের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করা হয়েছে।