ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে অ্যালঝেইমারস দিবস পালিত

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ এএম
শেয়ার করুন:  
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে অ্যালঝেইমারস দিবস পালিত

‘ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে কখনোই খুব তাড়াতাড়ি বা খুব দেরি হয়ে গেছে এমনটি ভাবার কোনো কারণ নেই’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালিত হয়েছে বিশ্ব অ্যালঝেইমারস দিবস।

বুধবার (২০ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষ্যে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোলজি বিভাগের উদ্যোগে এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল প্রাঙ্গণে সচেতনতামূলক র‌্যালি এবং সকালে হাসপাতালটির নিউরোলজি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মালিহা হাকিম।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশি, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মুকিদ মজুমদার (বাবু) ও চিত্রনায়ক রিয়াজ।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা প্যানেলিস্ট হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সেলিম শাহী।

অনুষ্ঠানে আলোচকরা অ্যালঝেইমারস রোগে আক্রান্ত ব্যক্তির সেবা ও করণীয় চিকিৎসার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি সব পর্যায়ে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন।